নোবেল পুরস্কার ২০২১ তালিকা
নোবেল পুরস্কার ২০২১ তালিকাঃ
বিশ্বের সবথেকে সম্মানজনক পুরস্কার হচ্ছে “নোবেল”। ১৯০১ সালে প্রবর্তিত এ পুরস্কার বর্তমানে প্রদান করা হয় ৬ টি বিষয়ে,যথা- চিকিৎসা, রসায়ন, পদার্থ, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে। সারা বিশ্বের সফল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভবন এবং মানবকল্যাণ মূলক অতুলনীয় কর্মকাণ্ডের জন্য দেওয়া হয় এই পুরস্কার। ২০২১ সালের নোবেল পুরস্কার প্রাপ্তদের নিয়ে নিম্নে তালিকা দেওয়া হলো।
নোবেল পুরস্কারঃ ২০২১
মোট বিজয়ীঃ ১৩ জন। ১২ জন পুরুষ। ১ জন নারী।
সর্বকনিষ্ঠ বিজয়ীঃ ডেবিড ম্যাকমিলান (৫৩ বছর)।
বয়জ্যেষ্ঠ বিজয়ীঃ সুকুরো মানাবে (৯০ বছর)
পুরস্কারের অর্থমূল্যঃ এক কোটি ক্রোনার।
> নোবেল পুরস্কারের বিষয়ঃ চিকিৎসা বিজ্ঞানঃ
“মানুষের উষ্ণতা এবং স্পর্শের অনুভূতি বুঝতে পারার রিসেপ্টর আবিষ্কার” এর জন্য দুজন বিজ্ঞানীকে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞান বিভাগে ২০২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
ঘোষণা করা হয়ঃ ৪ অক্টোবর ২০২১
১ম জনঃ
ডেভিড জুলিয়াস। জন্ম: ৪ নভেম্বর ১৯৫৫; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
২য় জনঃ
আর্ডেম পাটাপুটিয়ান জন্ম: ২ অক্টোবর ১৯৬৭; বৈরুত, লেবানন।
> নোবেল পুরস্কারের বিষয়ঃ পদার্থবিদ্যাঃ
“ফিজিক্যাল কমপ্লেক্স সিস্টেম বা জটিল ভৌত ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য” তিন জন বিজ্ঞানীকে যৌথভাবে পদার্থবিদ্যা বিভাগে ২০২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
ঘোষণা করা হয়ঃ ৫ অক্টোবর ২০২১
১ম জনঃ
জর্জিও পারিসি জন্ম: ৪ আগস্ট ১৯৪৮; রোম, ইতালি।
২য় জনঃ
ক্লাউস হাসেলমান জন্ম: ২৫ অক্টোবর ১৯৩১; হামবুর্গ, জার্মানি।
৩য় জনঃ
সুকুরো মানাবে জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৩১; সিনজু, জাপান।
পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন জর্জিও পারিসি, বাকি অর্ধেক অর্থ সমান হারে পাবেন সুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান।
> নোবেল পুরস্কারের বিষয়ঃ অর্থনীতিঃ
“শ্রমবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কি ধরনের কার্যকারন সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তর্দৃষ্টির সন্ধানের জন্য” তিনজন বিজ্ঞানীকে যৌথভাবে অর্থনীতি বিভাগে ২০২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
ঘোষণা করা হয়ঃ ১১ অক্টোবর ২০২১।
১ম জনঃ
ডেভিড কার্ড জন্ম: ১৯৫৬; গুয়েলফ, কানাডা।
২য় জনঃ
জোশুয়া ডি অ্যাংরিস্ট। জন্ম: ১৮ সেপ্টেম্বর ১৯৬০; কলম্বাস, যুক্তরাষ্ট্র।
৩য় জনঃ
গুইডো ডব্লিউ ইমবেনস। জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৬৩; নেদারল্যান্ডস।
পুরস্কার এর অর্ধেক অর্থ পাবেন ডেভিড কার্ড, বাকি অর্ধেক অর্থ সমান হারে পাবেন জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস।
> নোবেল পুরস্কারের বিষয়ঃ সাহিত্যঃ
“আপোষহীন ও দরদি লেখায় ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের নানা কষ্ট- ব্যঞ্জনার কথা” লেখার জন্য আব্দুলরাজ্জার গুরনাহকে একমাত্র ব্যাক্তি হিসাবে সাহিত্য বিভাগে ২০২১ সালে নোবেল দেওয়া হয়।
ঘোষণা করা হয়ঃ ৭ অক্টোবর ২০২১।
একমাত্র ব্যক্তিঃ আব্দুলরাজ্জার গুরনাহ। জন্ম: ২০ ডিসেম্বর ১৯৪৮; তানজানিয়া।
নোবেল জয়ের দিক থেকে -------
আব্দুলরাজ্জার গুরনাহ প্রথম তানজানিয়ান। প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম। সাহিত্যে তৃতীয় মুসলিম। সাহিত্যে পঞ্চম আফ্রিকান। সাহিত্যে দ্বিতীয় আফ্রিকার কৃষ্ণাঙ্গ।
> নোবেল পুরস্কারের বিষয়ঃ রসায়নঃ
“অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কার”- এর জন্য দুইজন বিজ্ঞানীকে যৌথভাবে রসায়ন বিভাগে ২০২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
ঘোষণা করা হয়ঃ ৬ অক্টোবর ২০২১।
১ম জনঃ
বেঞ্জামিন লিস্ট। জন্ম: ১১ জানুয়ারি ১৯৬৮; ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।
২য় জনঃ
ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান। জন্ম: ১৬ মার্চ ১৯৬৮; বেনশিল, যুক্তরাজ্য।
> নোবেল পুরস্কারের বিষয়ঃ শান্তিঃ
“মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তি একটি পূর্ব শর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য” যৌথভাবে দুইজনকে শান্তিতে ২০২১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
ঘোষণা করা হয়ঃ ৮ অক্টোবর ২০২১।
১ম জনঃ
মারিয়া রেসা। জন্ম: ২ অক্টোবর ১৯৬৩; ম্যানিলা, ফিলিপাইন।
২য় জনঃ
দিমিত্রি মুরাতভ। জন্ম: ৩০ অক্টোবর ১৯৬১; সামারা, রাশিয়া।